নাবালিকাকে পতিতা বানানোয় সর্দারনির যাবজ্জীবন

এক নাবালিকাকে (১২) পতিতাবৃত্তিতে বাধ্য করায় ফরিদপুরের পতিতাপল্লীর সর্দারনিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. বজলুর রহমান আসামির অনুপিস্থতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত জাহানারা ফরিদপুরের রথখোলা পতিতাপল্লীতে প্রিয়া সর্দারনি নামে পরিচিত ছিলেন। আদালত তাঁকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশলি (পিপি) মো. বাবু মোল্যা এনটিভি অনলাইনকে জানান, ২০১২ সালের ২ জুন রথখোলা পতিতাপল্লী থেকে এক নাবালিকাকে উদ্ধার করা হয়।
পরের দিন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার শর্মা বাদী হয়ে জাহানারা ওরফে প্রিয়া সর্দারনিকে আসামি করে মামলা করেন। এ মামলায় তিনি ১৮ মাস জেলে ছিলেন। পরে জামিনে গিয়ে তিনি পলাতক হন।
মামলার অভিযোগে বলা হয়, ওই নাবালিকাকে কাজের সন্ধানে বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসেন এক দালাল। পরে তাঁকে পতিতাপল্লীতে নিয়ে প্রিয়া সর্দারনির কাছে বিক্রি করে দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।