পাঁচবিবিতে আরো সাড়ে ১৭ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলা থেকে আরো সাড়ে ১৭ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনের সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই বিস্ফোরক পাউডার জব্দ করা হয়।
এ ঘটনায় আটক আতাউর রহমান (৫৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা আর বাবু (৩২) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দরগাপাড়ার বাসিন্দা।
এর আগে সোমবার রাতে বিজিবি সদস্যরা জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া এলাকার একই স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একই ধরনের ১৫ কেজি সালফার জাতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার করেছিল। তবে ওই ঘটনায় তখন কেউ আটক হয়নি।
বিজিবির আটাপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার দেলোয়ার জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আটাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দলের সদস্যরা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নেয়।
এ সময় দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৭ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।
বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবির সরকার বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক পাউডার কী উদ্দেশ্যে গোপনে ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিস্ফোরক পাউডারগুলো ধ্বংসের জন্য জয়পুরহাট-৩ বিজিবি সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।