শহীদ উদ্দীন চৌধুরীর মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে নেত্রকোনা জেলা ছাত্রদল সোমবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল দুপুরে কুরপাড় পুলিশ লাইনের সামনে থেকে মিছিলটি বের করে কাইলাটী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা সারোয়ার আলম এলিন, দেলোয়ার হোসেন, রাজীব, আনিছ, দোলন, টিপুল, অপু, মিঠু প্রমুখ।