ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রদলের সাত নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। আজ সোমবার দুপুরে কাটাবন মোড়ে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১টায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে শাহবাগ থেকে একটি মিছিল কাটাবনের দিকে রওনা দেয়। মিছিলটি কাটাবন মোড়ে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইট ও লাঠির আঘাতে আহত হয় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তানজীল হাসান, পল্লী কবি জসীম উদদীন হলের আহ্বায়ক নিজামউদ্দিন রিপন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদল নেতা মাসুদুর রহমানসহ সাত নেতাকর্মী। হামলার পর রিপন ও মাসুদুর রহমানকে হাতিরপুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর তানজীল হাসানকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় ছাত্রলীগের সন্ত্রাসীবাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন এবং একজনকে শাহবাগ থানার পুলিশ আটক করেছে।’
এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। তবে কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য আসেনি।’
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থল থেকে ছাত্রদলের এক নেতাকে আহত অবস্থায় আটক করা হয়েছে। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয় হয়।’