খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাদকবিরোধী র্যালি

খাগড়াছড়িতে মাদকবিরোধী র্যালিতে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
শিক্ষার্থীদের উদ্যোগে খাগড়াছড়িতে এক মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শহরের নতুন কুঁড়ি ক্যান্টেনমেন্ট হাইস্কুলের উদ্যোগে এই র্যালি আয়োজন করা হয়।
ক্যান্টেনমেন্ট হাইস্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেন স্কুলের প্রধান শিক্ষক কাজী এ এন এম মাজেদুজ্জামান। র্যালিটি শহরের আদালত সড়ক, ভাঙ্গাব্রিজ, শাপলা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা মাদকের নানা ক্ষতিকর দিক সম্পর্কে পোস্টার ব্যানারসহ ফেস্টুন বহন এবং প্রচারপত্র বিলি করে।