বিদ্যুৎ পেল পাঁচবিবির ১৯২টি পরিবার

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ভালুকগাড়ী গ্রামের ১৯২টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এ সময় গ্রাহকরা উল্লাস প্রকাশ করেন। পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে এ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শফিউল আলম, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক মণ্ডল, জ্যেষ্ঠ সহসভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের একান্ত সহকারী মো. রেজাউল ইসলাম প্রমুখ।