ইউপিতে হস্তক্ষেপ করলে আন্দোলন : খন্দকার মাহবুব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করলে যে আন্দোলন গড়ে উঠবে তা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মাহবুব এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ আলোচনা সভায় খন্দকার মাহবুব বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে সরকার আন্তর্জাতিক মহলকে ধোঁকা দিতে চায়। দলীয় প্রতীকে এসব নির্বাচনে অংশ নিয়ে পুলিশ ও সরকারি প্রশাসনের হস্তক্ষেপে নৌকা প্রতীককে বিজয়ী করে বিশ্ববাসীর কাছে ক্ষতাসীনদের আধিপত্য দেখাতে এ ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন প্রবীণ ও আইনজীবী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৮টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিসহ বেশ কিছু দল অংশ নিয়েছে।