ঝালকাঠিতে কলেজছাত্র সোহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র সোহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ সোমবার বেলা ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সোহেলের মা-বাবা, স্ত্রী, শিশুসন্তানসহ অর্ধশতাধিক লোক অংশ নেয়। এতে বক্তারা সোহেল হত্যার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ ছাড়া মানববন্ধনে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ করা হয়। বর্তমানে পুলিশের সহায়তায় আসামিরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তাঁরা।
তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিপ্লব মিস্ত্রী এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে জানান, পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।
গত ২৬ আগস্ট পূর্বপরিকল্পনা অনুযায়ী রাজাপুরের বড়ইয়ার লস্করবাড়ী রাস্তার আজাহার আলীর ভিটা এলাকায় ওত পেঁতে থাকা খুনি আসামি শুভ ও মাহবুবসহ অন্য আসামিরা সোহেলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সোহেল রানার বাবা আমজেদ ফকির ২৬ আগস্ট রাতে শুভ ও তার বাবা আবদুল্লাহ আল মাহবুবসহ সাতজনের নাম উল্লেখ করে ১২ জনের নামে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।
জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে হুমকি ও চাঁদা দাবির ঘটনায় প্রতিপক্ষ বড়ইয়া গ্রামের আবদুল্লাহ আল মাহবুরের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর : ৫৫৫, ১৬/০৮/২০১৫) ও ঝালকাঠি আদালতে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুল্লাহ আল মাহবুব, লিটন হাওলাদার ও মিল্টন হাওলাদারের নামে আমজেদ আলী ফকির মামলা করার পর প্রতিপক্ষরা তাঁকে ও পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ওই প্রতিপক্ষরাই কলেজছাত্র ছেলে সোহেল রানাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ বাবা আমজেদ ফকিরের।