মোহাম্মদপুরে বোমা উদ্ধার, বাড়িতে পুলিশের পাহারা

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়ি থেকে শক্তিশালী হ্যান্ড গ্রেনেড, বোমা ও বিস্ফোরক উদ্ধার ঘটনায় ঘটনাস্থলে পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।
আজ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখে যায় ওই বাড়ি সব বাসিন্দাকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। বাড়ির ফটক বন্ধ অবস্থায় রাখা হয়েছে। প্রতিটি ফ্লোর তালাবদ্ধ অবস্থায় আছে। বাড়ির সামনে রাখা হয়েছে পুলিশের জোরদার পাহারা।
স্থানীয়রা জানায়, বাড়িটির পাঁচতলায় ব্যাচেলর পরিচয়ে প্রায় বছরখানেক থেকে কয়েকজন থাকতেন। তাদের কাছে যাদের আনাগোনা ছিল এদের বেশির ভাগই রাতে আসত বলে জানান স্থানীয়রা।
বাড়ির পাশে থাকা ফার্মেসির মালিক বলেন, ‘বেশির ভাগ লোক রাত্রে আসত, আর ওই ছেলেগুলো সারা রাত কাজ করত। দিনের বেলায় ঘুমাইত, ঠিক সন্ধ্যার দিক দিয়া বের হইত। এ ছাড়া সাধারণত আসত না।’ আরেকজন বলেন, ‘আমরা তো কোনো সময়ই বুঝতে পারি নাই যে, এরা এ ধরনের সংগঠনের সাথে জড়িত।’