ঢাকার পথে ‘অক্ষর যাত্রা’

‘বাংলা ভাষার প্রতিটি অক্ষরকে শ্রদ্ধা জানাতে চাই। তাই এই যাত্রার নাম দিয়েছি অক্ষর যাত্রা। বাংলা ভাষার প্রতিটি অক্ষর দুই বাংলার বাঙালিদের একবাক্যে বেঁধেছে।
বলছিলেন চন্দন বিশ্বাস। তাঁর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ভারতের কলকাতা থেকে ঢাকার দিকে আসছে। ‘অক্ষর যাত্রা’ নামে ওই দল গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে উপস্থিত হয়। দলের নেতা চন্দন বিশ্বাস জানান, ‘টাচ অব হ্যাভেন’ নামে এক সংগঠনের পরিচালনায় ‘অক্ষর যাত্রা’ সাইকেলে করে কলকাতা থেকে ঢাকায় রওনা দিয়েছে। উদ্দেশ্য, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ‘অক্ষর যাত্রা’ দলের সদস্যরা ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে আসেন। কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। পালন করেন এক মিনিট নীরবতা। এ সময় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
মাহবুবুর রহমান জানান, সকাল ৯টার দিকে দলের সদস্যরা কলেজ ক্যাম্পাসে এলে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে শহীদ দিবস স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই দলের অন্য সদস্যরা হলেন অঙ্গুর বর্মণ, রাহুল সেন, রজত সাহা, সুব্রত চ্যাটার্জি ও রেন্সডেল ম্যানুয়েল।
দলের সদস্য সুব্রত চ্যাটার্জি বলেন, ‘বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই যাত্রা। ভাষাসৈনিক ও ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে পেরে আমাদের কাছেও অনেক ভালো লাগছে। ২১ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের এই যাত্রার পূর্ণতা পাবে।’
গত ১৪ ফেব্রুয়ারি এই দলটি কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এরপর দলটি ১৫ ফেব্রুয়ারি যশোর, ১৬ ফেব্রুয়ারি মাগুরা ও ১৭ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরে এসে পৌঁছায়। এসব জেলায় দলটি শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও এক মিনিট নীরবতা পালন করেন।