গ্যাসের দামের পার্থক্য দূর করবে সরকার

পাইপলাইন ও সিলিন্ডার গ্যাসের দামের মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে তা দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার রাজধানীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘শহরের লোক যারা সাবলম্বী, তারা সারা মাসে ৬০০ টাকা গ্যাস বিল দিচ্ছে। আর পার্শ্ববর্তী এলাকা বা গ্রামাঞ্চলে যাদের কাছে পাইপলাইনে গ্যাস নেই, তাদের সিলিন্ডার ব্যবহার করতে হলে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা গুনতে হচ্ছে। আমরা এই বৈষম্যই সমন্বয় করতে চাচ্ছি।’
নসরুদ হামিদ বলেন, ‘দামের বৈষম্য দূর করতে পাইপলাইনের গ্যাসের দাম মাসিক ৬০০ টাকা থেকে বাড়ানো হবে কি না এবং সিলিন্ডার গ্যাসের দাম কমাতে ভর্তুকি দেওয়া হবে কি না, এসব ব্যাপারে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে, যা শিগগিরই জানা যাবে।’