পহেলা বৈশাখে যৌন হেনস্থার ঘটনায় গ্রেপ্তার এক

গত বছরের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে যৌন নিপীড়নের ঘটনায় মো. কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
মারুফ হোসেন সরদার বলেন, নারী লাঞ্ছনার ফুটেজের সঙ্গে মিল থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরো যাচাই-বাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১৪ এপ্রিল ১ বৈশাখে টিএসসি এলাকায় ভিড়ের মধ্যে উচ্ছৃঙ্খল কিছু যুবক মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় পরের দিন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
পুলিশ সেই সময় এ ঘটনায় দায়ী ব্যক্তিদের ধরতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল।