সালথায় সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেয় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন একাদশ ও বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন একাদশ। এতে ১-০ গোলে জয়ী হয় পুরাপাড়া ইউনিয়ন একাদশ।
টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আয়মান আকবার চৌধুরী বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন অধ্যাপক মিঞা মো. লুৎফর রহমান, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন প্রমুখ।