আলফাডাঙ্গায় স্কাউট সমাবেশের উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে সমাবেশের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবদুর রহমান।
উদ্বোধনী দিনে মাধ্যমিক পর্যায়ের ৩১টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেয়।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ আবুল খায়ের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি আব্দুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।