‘বঙ্গবন্ধু ও নজরুল বাঙালি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন’

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন।’
শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
নজরুলকে পরিপূর্ণ অসাম্প্রদায়িক এবং বাংলা সাহিত্যের অবিস্মরণীয় যুগস্রষ্টা আখ্যায়িত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তাঁর লেখা বাঙালি হিন্দু ও মুসলিমের সম্পর্ক উন্নত করেছে। তিনি মানবতার জয়গান গেয়ে নির্যাতিতের পক্ষে তাঁর লেখনি অবিচল রেখেছেন।
সভাপতির বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গড়তে নজরুলের আদর্শ আমাদের পথের দিশা।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব। অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি হাবিবুল্লাহ সিরাজী এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
এদিকে, সম্মেলনের উদ্বোধন উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।