খালেদা জিয়ার গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র : কামরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আমলে নেওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়ার বিরুদ্ধে যথাসময়েই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধের নামে দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কামরুল ইসলাম এসব কথা বলেন।
সুশীলসমাজের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, দেশে বিএনপি-জামায়াত যখন পেট্রলবোমা দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে তখন তারা নানা তত্ত্ব আবিষ্কার করছে।
বার্তা সংস্থা বাসস জানায়, জোটের সহ-সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান মানিক প্রমুখ।