হোসেনপুর পৌরসভার ভবন উদ্বোধন জনপ্রশাসনমন্ত্রীর

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শুক্রবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে দুই কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল, হোসেনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাইয়ুম খোকন উপস্থিত ছিলেন।