কৃষক কৃষিকাজ থেকে সরে যাচ্ছে : শামসুজ্জামান দুদু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার কৃষি উপকরণের দাম বৃদ্ধি করে অর্থ লোপাট করছে। অন্যদিকে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা করছে না।’
আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকার কেন্দ্রীয় নেতাদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ কথা বলেন শামসুজ্জামান দুদু।
সংগঠনের দপ্তর সম্পাদক জিয়াউল হায়দার পলাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সভার সভাপতিত্ব করেন শামসুজ্জামান দুদু।
সভায় শামসুজ্জামান দুদু বলেন, ‘কৃষক এখন কৃষিকাজ থেকে সরে যাচ্ছে। এতে দেশের কৃষি ও কৃষক হুমকির মুখে পড়বে এবং খাদ্য সংকট দেখা দেবে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।
সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সহসভাপতি নাজিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, জামালউদ্দিন খান মিলন এবং কৃষকদল নেতা নাসির হায়দার, শরিফুল ইসলাম মোল্লা প্রমুখ।