চন্দ্রপাড়া দরবার শরিফের ওরস ২০ জানুয়ারি

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরিফের ওরস উপলক্ষে নির্মিত ফটক। পুরোনো ছবি
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর শাহসুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলা জানের ৩১তম বেছালত দিবস উপলক্ষে ওরস ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
দরবার শরিফ সূত্র জানায়, ১৯ জানুয়ারি বাদ মাগরিব পীরের রওজা জিয়ারত ও ফাতেহা শরিফের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন গদিনসীন পীর শাহসুফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী আল ওডসি। রাতভর পবিত্র কোরআন থেকে তর্জমা, মিলাদ মাহফিল, জিকির আসকার ও পীরের মুরিদানদের বিশেষ উপদেশ নির্দেশ প্রদানসহ ইসলামিক আদর্শের বাণী প্রচার করা হবে। ২০ জানুয়ারি বাদ ফজর পীরের রওজা শরিফ জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।