জয়পুরহাটে হেরোইন বিক্রেতা স্বামী-স্ত্রী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে গোপনে হেরোইন বিক্রির সময় হামিদুল ইসলাম হামিদ(৪৪) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগমকে (৩৩) গতকাল শুক্রবার হাতেনাতে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে একজন ক্রেতাও আটক করা সম্ভব হয়নি।
আক্কেলপুর থানার দেওয়া তথ্যে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সকালে আক্কেলপুর থানার একটি দল পৌর সদরের পুরাতন বাজারের পাতানীপাড়া এলাকায় হেরোইন বিক্রি করার সময় হামিদুল ইসলাম হামিদ ও তাঁর স্ত্রী রাবেয়া বেগমকে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটককৃত মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাদের জেল হাজাতে পাঠানো হয়েছ