ফরিদপুরে জামায়াতের মিছিল, আটক ১

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে ফরিদপুর শহরে ঝটিকা মিছিলের চেষ্টা করে জামায়াত-শিবির। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরের নিউমার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে নেতাকর্মীরা স্লোগান দিয়ে একটু সামনে গেলেই উপস্থিত জনতা জামায়াতের মিছিলে ইট-পাটকেল নিয়ে ধাওয়া করেন। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছোটাছুটি করে পালিয়ে যান।
পরে ওই এলাকা থেকে জাহিদ হোসেন (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ। তিনি সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বাসিন্দা।
ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছি। তাঁকে ৩৪ ধারায় আদালতে চালান করা হচ্ছে।’