জয়পুরহাটে তিন কূপ খননের কাজ শুরু

জয়পুরহাটের সদর উপজেলার মাঝিপাড়া গ্রামে কয়লার নমুনা সংগ্রহ, কয়লা স্তরে গ্যাসের উপস্থিতি ও পরিমাণ নির্ণয়ের জন্য তিনটি কূপ খননের কাজ শুরু করেছে পেট্রোবাংলা। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এক হাজার ১০০ মিটার এলাকায় খনন করা এ কার্যক্রমের নাম কোল বেড মিথেন (সিবিএম)। এলাকাটি জামালগঞ্জ কয়লাখনি নামে পরিচিত। খননকাজে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এ প্রকল্পে কয়লা স্তরে মূল্যবান গ্যাস পাওয়া গেলে তা উত্তোলনের মাধ্যমে এ এলাকায় এক বিশাল কর্মযজ্ঞ শুরু হবে। যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভারী শিল্প কল-কারখানা স্থাপনে দেশের জন্য যুগান্তকারী সাফল্য বয়ে আনবে।’
পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়, এ কূপ খননের উদ্দেশ্য হলো, আগামী ৩০ জুনের মধ্যে পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নে জামালগঞ্জ কয়লা ক্ষেত্র এলাকার তিনটি কোর কূপ খনন, কয়লার নমুনা সংগ্রহ, কয়লা স্তরে গ্যাসের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয়ের জন্য সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা। এ প্রকল্প সফলভাবে সম্পাদনের মাধ্যমে যদি বাণিজ্যিকভাবে কয়লা স্তরে মূল্যবান গ্যাস পাওয়া যায়, সে ক্ষেত্রে এই গ্যাসের উন্নয়ন ও উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে এবং এ গ্যাস বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প, কল-কারখানায় ব্যবহার করা হবে।
প্রকল্প এলাকায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, প্রকল্পের বৈদেশিক পরামর্শক ভারতের মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের পরিচালক সুধাংশু অধিকারী প্রমুখ।