জয়পুরহাটে মামাশ্বশুর খুন, ভাগ্নিজামাই পলাতক

জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল রোববার উপজেলার বড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওরফে নুরু মিয়া উপজেলার পানিয়াল গ্রামের কিনু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার বেলা ১১টার দিকে পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামে নজরুল ইসলামের সঙ্গে তাঁর ভাগ্নিজামাই সানাউল হকের তর্কাতর্কি হয়।
একপর্যায়ে সানাউল উত্তেজিত হয়ে কোদাল দিয়ে নজরুল ইসলামকে আঘাত করেন। এতে নজরুল গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সোমাবার ভোররাতে মারা যান নজরুল।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর থেকে সানাউল পলাতক।