‘লড়াই ছাড়া অধিকার আদায় হয় না’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আন্দোলন-সংগ্রাম ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য গ্রামে গ্রামে কৃষকদের সংগঠন গড়ে তাদের ঐক্যবদ্ধ হতে হবে।
শোষনমুক্ত, সমতাভিত্তিক সমাজ গঠন করতে ওয়ার্কার্স পার্টিকে বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
আজ রোববার দুপুরে জয়পুরহাট টাউন হলে জেলা জাতীয় কৃষক সমিতির দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলে হোসেন বাদশা।
সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদুল হাসান মানিক। প্রধান বক্তা ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ।