ফরিদপুরে দুঃস্থদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ফরিদপুরে যখন শীত জেঁকে বসেছে ঠিক এমন সময় সেনাবাহিনীর উদ্যোগে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে আজ রোববার দুপুরে দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ত্ত্ত্বাবধানে ওই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের এডিএমএস কর্নেল মো. জোবায়দুর রহমান। এ সময় তিনি পাঁচ শতাধিক দুঃস্থ ও দরিদ্র নারী পুরুষের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেজর মো. আশরাফুল ইসলাম চৌধুরী, ওয়ারেন্ট অফিসার মো. ফেরদৌস, জি এম মাহাবুবুর রহমান, এহসান মাহমুদ ও আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া এলাকার দুঃস্থ ও দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে সেনাবাহিনী।