নগরকান্দায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহুনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জমি মাপা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আটকাহুনিয়া গ্রামের হারুন মোল্লার সমর্থকদের সঙ্গে রাজ্জাক মোল্লার সমর্থকদের সংঘর্ঘ হয়।
এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, টেটা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রবিউল (৩০), হারুন মোল্লা (৫৫), রাজ্জাক মোল্লা (২৮), সাহিদ মোল্লা (৪৫), রাজু ( ১৮) ও রাজিয়াকে (৩৮) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় মামলা করতে আসেনি।’