জয়পুরহাট : তিন পৌরসভায় ব্যস্ত কাউন্সিলর পদপ্রার্থীরাও

পুরোনো ছবি
ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই জয়পুরহাটের তিনটি পৌরসভা নির্বাচনের প্রচার জমে উঠছে। মেয়র পদপ্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।
আজ রোববার সকাল থেকেই জয়পুরহাট সদর, আক্কেলপুর ও কালাই পৌর এলাকায় কাউন্সিলর পদপ্রার্থীরা লিফলেট নিয়ে ভোট চাইতে বেরিয়ে পড়েছেন।
এবার জয়পুরহাটের সদর, আক্কেলপুর ও কালাই পৌরসভায় মোট ১৭ জন মেয়র, ১৩১ সাধারণ কাউন্সিলর ও ৪৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে।