শিগগিরই চালু হচ্ছে টঙ্গী-ভৈরব ডাবল লাইন প্রকল্প

টঙ্গী-ভৈরব ডাবল লাইন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালিয়ে চূড়ান্ত পরিদর্শন করেন সরকারি রেল পরিদর্শক মো. আক্তারুজ্জামান হায়দার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী সুকুমার ভৌমিক, প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) মো. হারুন আর রশিদসহ রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। রেললাইনের এ পরীক্ষামূলক পরিদর্শনের সময় কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা পরীক্ষাও করা হয়।
আগামী তিন দিনের মধ্যে রেলওয়ে-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিদর্শন রিপোর্ট দেওয়ার কথা রয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন আক্তারুজ্জামান হায়দার। এ রিপোর্টের পর আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুব দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে বলেও তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ২০১১ সালে দুই হাজার ২১২ কোটি টাকা ব্যয়ে সিগন্যালিংসহ টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন হয়। ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইনের অংশ হিসেবে প্রকল্পটির ৬৪ কিলোমিটার (লুপলাইনসহ ৮৪ কিলোমিটার) কাজ শুরু হয়।