বিএনপির ২২ জনের বিরুদ্ধে আ.লীগ নেতার চুরির মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শরীফুল আলমসহ স্থানীয় ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে শনিবার চুরির মামলা হয়েছে। মামলাটি করেছেন কুলিয়ারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ভূঁইয়া।
মামলার এজাহারে শরীফুল আলমসহ অন্য আসামিরা নূরুল ইসলাম ভূঁইয়াকে মারধরসহ সঙ্গে থাকা জিনিসপত্র চুরি করে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে। বাদী এই বিষয়টি জানিয়েছেন।
পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টুকে গ্রেপ্তার করেছে। তিনি কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
আসামিকে শনিবার কিশোরগঞ্জ জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২৪ নভেম্বর রাত ৯টার দিকে পৌরসভার শিংলা এলাকায় শরীফুল আলমসহ উল্লেখিত আসামিরা তাঁকে মারপিট ও সঙ্গে থাকা জিনিসপত্র চুরি করে নিয়ে যান।
মামলার আসামি বিএনপি নেতা শরীফুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘কুলিয়ারচর পৌরসভার নির্বাচনের প্রচার কার্যক্রম থেকে আমিসহ বিএনপি নেতা-কর্মীদের বিরত রেখে, আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার নীলনকশার অংশ হিসেবেই এ মিথ্যা মামলা করা হয়েছে। এমন সব আজগুবি ও ডাহা মিথ্যা মামলা থেকে বিরত থাকার আহ্বান জানাই আওয়ামী লীগ নেতাদের প্রতি।’