কিশোরগঞ্জে সিপিবি-বাসদের নির্বাচনী ইশতেহার

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে সিপিবি ও বাসদ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আবুল হাশেম আজ শনিবার সকালে নয় দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। ছবি : এনটিভি
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে নয় দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আবুল হাশেম।
আজ শনিবার দুপুর ১২টায় জেলা সিপিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইশতেহার প্রকাশ করা হয়।
নয় দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে রাস্তাঘাট ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ, নৈশকালীন স্কুল ও খেলার মাঠ নির্মাণ এবং মাদক ও সন্ত্রাস দূরীকরণ।
সংবাদ সম্মেলনে বাসদের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম ও সিপিবির সাধারণ সম্পাদক এনামুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।