নওগাঁয় আঞ্চলিক ইজতেমা শুরু কাল

নওগাঁয় আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। এ উপলক্ষে নওগাঁর সদর উপজেলার বোয়ারিয়া ইউনিয়নের নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে বিমাল মাঠে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আঞ্চলিক ইজতেমার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এটি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা। স্থানীয় মুসল্লিরা জানায়, তাবলিগ জামাতের উদ্যোগে নওগাঁ ও বগুড়া জেলার সীমান্ত জায়গাকে বেছে নেওয়া হয়েছে। ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী এই আঞ্চলিক বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু হয় ১৫ দিন আগে।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাবলিগ জামাতের কর্মীরা দিনরাত কাজ করে এরই মধ্যে প্রস্তুতির সব আয়োজন সম্পন্ন করেছে। নওগাঁর এই ইজতেমা প্রাঙ্গণে তিন লাখ মুসল্লির আগমন ঘটবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইজতেমার মুসল্লিদের থাকা, খাওয়া, অজু, প্রসাব-পায়খানার ব্যবস্থা করা হয়েছে।