নারায়ণগঞ্জের তৈমুর ভৈরবে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার আজ মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে আসেন। ভৈরব পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীনের নির্বাচনের হালচাল জানতে তিনি এ সফরে আসেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছে স্থানীয় বিএনপি।
এ বিএনপি নেতার ভৈরবে আগমন এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় নেতা-কর্মীদের বেশ উৎসাহিত করেছে বলে জানান বর্তমান মেয়র ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়া হাজি মো. শাহীন।
আজ মঙ্গলবার দুপুরে তৈমুর আলম খন্দকার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শরীফুল আলম ভৈরবের কমলপুরের বাংলোতে এলে তাঁদের স্বাগত জানান মেয়র পদপ্রার্থী শাহীন। এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজি নূর মোহাম্মদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী দলের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তৈমুল আলম খন্দকার মেয়র পদপ্রার্থীসহ উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের কাছ থেকে নির্বাচনের পরিস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের মন জয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে মেয়র পদটি বিএনপির ঘরে অক্ষুণ্ণ রাখায় কাজ করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।