চৌদ্দগ্রামে আ.লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে মামলা

বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও পুলিশের কাজে বাধা এবং গাড়ি পোড়ানোর অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর (এনাম পাটোয়ারী) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। একই অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, সোমবার সংঘর্ষে বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও পুলিশের কাজে বাধার অভিযোগে আজ মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শংকর তালুকদার বাদী হয়ে একটি মামলা করেন। গাড়ি পোড়ানোর অভিযোগে অপর দুটি মামলা করেন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হেলাল ও আলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু।
গতকাল সোমবার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনাম পাটোয়ারীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাইক্রোবাস, মোটরসাইকেল ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই পুলিশসহ ১৫ জন আহত হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘এনাম পাটোয়ারীর লোকজন অতর্কিতে আমার সমর্থকদের ওপর হামলা করে।’ তিনি আরো বলেন, এনাম পাটোয়ারী নিজে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর কর্মীদের দিয়ে এ ঘটনাটা ঘটিয়েছে।
এ ব্যাপারে বারবার চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থী এনাম পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।