রাঙামাটিতে বিএনপি নেতা জসীম বহিষ্কার

রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসীমউদ্দিনকে বহিষ্কার করেছে রাঙামাটি জেলা বিএনপি।
আজ সোমবার রাতে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জসীমউদ্দিনকে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সম্পাদক দীপন তালুকদার এনটিভিকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় বিএনপির মনিটরিং সেলের নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছি। যে বা যারা দলের এবং ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে কাজ করবে তাদের সবার বিরুদ্ধেই কঠোর অবস্থান নেবে বিএনপি।’
এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ায় জেলা শ্রমিক দলের সহসভাপতি রবিউল আলম রবিকে বহিষ্কার করে বিএনপি।