ফরিদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত, আহত ৫

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহত প্রাইভেটকারচালকের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহতরা উভয় পরিবহনের যাত্রী ছিলেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সকালে সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের সঙ্গে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। গুরুতর আহত আবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।