‘পড়াশোনা শেষ না হলে, কেউ যাবে না স্কুল ফেলে’

‘দিন বদলে বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া’, ‘পড়াশোনা শেষ না হলে, কেউ যাবে না স্কুল ফেলে’, ‘সবার জন্য শিক্ষার নিশ্চয়তা চাই’, ‘চাই শিশুদের স্কুলে ভর্তি ও শিক্ষা সমাপনে সকলের অংশগ্রহণ’-এসব মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়ে সব শিশুর শিক্ষার নিশ্চয়তার দাবিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ব্যতিক্রমী এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সাদ বাংলাদেশের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই শোভাযাত্রা বের হয়।
একই রঙের টি শার্ট পরে শতাধিক সামাজিক-সাংস্কৃতিককর্মী রিকশা চালকের ভূমিকায় অবতীর্ণ হন। তারা এ সময় যাত্রী হিসেবে বহন করেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। যাঁদের হাতে ছিল শিক্ষার অধিকার বিষয়ক স্লোগান লেখা বিভিন্ন ফেস্টুন আর প্লাকার্ড। আর কণ্ঠ মুখরিত ছিল জাত ও শ্রেণি ভেদাভেদ নয়, সব শিশুর জন্য চাই শিক্ষার সমান অধিকার-ইত্যাদি স্লোগান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরের কড়ইতলা থেকে বের হওয়া ওই ব্যতিক্রমী শোভাযাত্রায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বলিবদন তৈয়বা, আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী এম মতিউর রহমান সাগর, প্রধান সমন্বয়কারী মানিক চৌধুরী, স্থানীয় দৈনিক গৃহকোণের নির্বাহী সম্পাদক সাংবাদিক আলাল উদ্দিন প্রমুখ অংশ নেন।
শোভাযাত্রাটি প্রায় ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ করে পথচারী ও স্থানীয় লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয় শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক বিভিন্ন সংগীত ও বাঁশির সুরের মূর্ছনা শোভাযাত্রাটিতে ভিন্নমাত্রা যোগ করে।