বিজয় দিবসে কিশোরগঞ্জে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

‘জাগ্রত হোক মানবতা, জাগ্রত হোক চেতনা, লাখো কণ্ঠে সোনার বাংলা, কিশোরগঞ্জে হোক সূচনা’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে কিশোরগঞ্জে গাওয়া হলো সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে স্থানীয় রংধনু ক্লাবের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে সমবেত মানুষের কণ্ঠে একই সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জে প্রথমবারের মতো ব্যতিক্রমী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে গুরুয়াল সরকারি কলেজ মাঠে। জাতীয় সংগীত শুরুর আগে রংধনু ক্লাবের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা শরীফ সাদী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান প্রমুখ।