ভৈরবে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরবে গ্রুপ পর্যায়ে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করেছে। হাওরাঞ্চলের কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
কর্মসূচির আওতায় ভৈরবের সাদেকপুর, শ্রীনগর ও আগানগর ইউনিয়নের ৬০ জন প্রান্তিক কৃষককে তিনটি গ্রুপভুক্ত করে তিনটি রিপার (ধানকাটার যন্ত্র) ও একটি রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপণযন্ত্র) বিতরণ করা হয়।
দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সব যন্ত্র বিতরণ করেন। এ সময় ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আধুনিক এই কৃষিযন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করেন ড. শফিক ও আবুল কালাম।