নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবে। আর সরকার যদি জোর করে নির্বাচন করে তবে সারা পৃথিবীতে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে আসবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না-আশঙ্কা প্রকাশ করে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বিএনপি প্রার্থীদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের জন্য সরকারের পুলিশ ও অন্যান্য বাহিনী তৎপরতা চালিয়েছে। বর্তমানেও দমন-পীড়ন অব্যাহত আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এই পৌরসভা নির্বাচন নিয়ে সরকারের দুরভিসন্ধি আছে। কিন্তু আমাদের হারানোর কিছু নেই। পৌরসভা নির্বাচনে জয়লাভ বিএনপির একমাত্র চ্যালেঞ্জ নয়। আমাদের চ্যালেঞ্জ হলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। যেন ভবিষ্যতে সরকার আবারও ভোট নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়।’
গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণার নিয়ম রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নিয়ম না মেনে ১০ দিন কম অর্থাৎ ৩৫ দিন দিন আগে তফসিল ঘোষণা করেছে।
জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম চুন্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়াসহ অন্য নেতারা বক্তব্য দেন।