মেয়রপদে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়ছেন ৩৩ প্রার্থী

পাবনা ও পাবনা জেলার ফরিদপুর পৌরসভায় মেয়র পদে দুইজন মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
পাবনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন এবং ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পাবনা পৌরসভার রির্টানিং কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান এনটিভিকে জানিয়েছেন, আজ বিকেল ৫টার মধ্যে পাবনা জেলার সাতটি পৌর সভায় মেয়র পদে দুজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বর্তমানে সাতটি মেয়র পদে ৩৩ জন মেয়র পদপ্রার্থী নির্বাচনে লড়ছেন।
পাবনা পৌরসভা
পাবনা পৌরসভায় মেয়র পদে লড়ছেন চারজন। মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের রকিব হাসান টিপু, বিএনপির নুর মোহাম্মদ মাসুম বগা, স্বতন্ত্র ভাবে পাবনা পৌরসভার বর্তমান মেয়র কামরুল হাসান মিন্টু, ইসলামী আন্দোলনের মাওলানা আবু বক্কার সিদ্দিক।
ঈশ্বরদী পৌরসভা
ঈশ্বরদী পৌরসভায় মেয়র পদে লড়ছেন দুজন। প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগের আবুল কালাম আজাদ মিন্টু ও বর্তমান মেয়র বিএনপির মোখলেছুর রহমান বাবলু।
সুজানগর পৌরসভা
সুজানগর পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। প্রার্থীরা হচ্ছেন, স্বতন্ত্রভাবে বর্তমান মেয়র মো. তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগের আব্দুল ওহাব, বিএনপির আযম আলী বিশ্বাস, স্বতন্ত্রভাবে কামাল হোসেন বিশ্বাস, জাতীয় পার্টির (জাপা) মমতাজ আলী বিশ্বাস ও স্বতন্ত্রভাবে আফসার আলী মোল্লা।
সাঁথিয়া পৌরসভা
সাঁথিয়া পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র আওয়ামী লীগের মিরাজুল ইসলাম প্রামানিক, বিএনপির সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্রভাবে নফিজ উদ্দিন, রফিকুল ইসলাম বকুল, মো. সাইফুল ইসলাম ও মো. আশিক ইকবাল রাসেল।
চাটমোহর পৌরসভা
চাটমোহর পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সাখো, স্বতন্ত্রভাবে বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বিএনপির আব্দুর রহিম কালু, স্বতন্ত্রভাবে সাবেক মেয়র আব্দুল মান্নান এবং জাসদের শেখ আবুল বাশার।
ভাঙ্গুড়া পৌরসভা
ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন, বিএনপির মুজিবুর রহমান, আওয়ামী লীগের গোলাম হাসনায়েন রাসেল, স্বতন্ত্রভাবে আজাদ খান, মাহবুবুল আলম ও আব্দুল মালেক নান্নু।
ফরিদপুর পৌরসভা
ফরিদপুর পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান মাজেদ, বিএনপির মো. এনামুল করিম,স্বতন্ত্রভাবে মো. জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আলাল ও মো. বাবুল হোসেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল এনটিভিকে বলেন, ‘দলের সিদ্ধান্ত অমান্য করে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা এনটিভিকে বলেন, ‘বিএনপির পদধারী বা সদস্য কেউ যদি দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হন তা হলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।’