ফরিদগঞ্জে দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।(বাঁ থেকে দ্বিতীয়) ছবি : এনটিভি
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারী ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম পাটোয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার তাঁরা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের হাতে তাঁদের মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।
এদিকে মনোনয়ন প্রত্যাহারপত্র জমাদান শেষে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী। এতে তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান।