ভুট্টোর পাশে ঐকবদ্ধ বিএনপি

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুদিন পরে মাঠে নেমেই দৃশ্যত সবাইকে চমকে দিয়েছে বিএনপি। আজ শুক্রবার সকালে তবলছড়ির সিলেটীপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে দলটি।
এরপর সারা দিনই ওই এলাকাসহ পর্যটন, বিডিআর রোড, কর্মচারী কলোনি, ওমদামিয়া পাহাড় এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। এ সময় তাঁর সঙ্গে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, ছাত্রদলের সভাপতি আবু সাদাত মো. সায়েম, রাঙামাটি অটোরিকশাচালক সমিতির সভাপতি অলি আহম্মদ, পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম ভুট্টোর সঙ্গে প্রচারণায় দেখা গেছে একসময় দীপেন দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত অনেক নেতাকেও। ছিলেন মাত্র কয়েক দিন আগেও ভুট্টো বিরোধিতায় মশগুল কয়েকজন নেতাকে। সব মিলিয়ে ঐক্যবদ্ধ বিএনপিকে দেখে উজ্জীবিত নেতা-কর্মীরাও। তাঁরা মনে করছেন, ঐক্যবদ্ধ বিএনপি এবং ধানের শীষ প্রতীকের প্রতি আন্তরিক ভালোবাসাই পারবে পৌর মেয়রের আসনটি আবারও ধরে রাখায় ভূমিকা রাখতে।
ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম ভুট্টো বলেন, ‘রাঙামাটি বিএনপি অতীতের যেকোনো সময়ের তুলনায় ঐকবদ্ধ। আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে আমরাই বিজয়ী হব। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পাশাপাশি ভোটের পরিবেশও সুষ্ঠু রাখতে পারবে।’