সিলেটে অর্থমন্ত্রী
নতুন বেতন কাঠামোর আদেশ এক সপ্তাহের মধ্যে প্রকাশ

আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি
নতুন বেতন কাঠামোর আদেশ আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, গত জুলাই থেকে কার্যকর বেতন কাঠামো আগামী জুনের মধ্যে দুই ধাপে বাস্তবায়িত হবে।
আজ মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আজ বা আগামী দু-একদিনের মধ্যে তার অনুমোদন চলে আসবে।
মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. ফয়সল আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।