ব্যবসায়ীকে হত্যার পর লাশ বিলে, কঙ্কাল উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়াইরশি বিল থেকে ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ জুন নিখোঁজ হন তিনি। মামলার তদন্তের জের ধরে আটক দুই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী আজ মঙ্গলবার মিজানুর রহমানের কঙ্কাল উদ্ধার করা হয়।
আজ বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। মিজানুর রহমান ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, নিখোঁজ হওয়ার পর ৩০ জুন সদরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মিন্টুর পরিবার। পরে মামলাও করা হয়। এ মামলার তদন্তের জের ধরে মুঠোফোনের কললিস্ট সংগ্রহের মাধ্যমে আটক করা হয় আমিনুল ইসলাম মুন্নু (৩২) ও শাকিব হায়দারকে (২৫)। এরা দুজনই মিন্টুর ব্যবসায়িক বন্ধু।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, উভয়েই জিজ্ঞাসাবাদে মিজানুর রহমানকে হত্যার কথা স্বীকার করেন এবং মৃতদেহ আড়াইরশি বিলের মধ্যে পুতে রাখে বলে জানান। পরে তাঁদের কথা মতো বিল থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। এ ছাড়া সেখান থেকে মিজানুর রহমানের ব্যবহৃত সাদা শার্ট, প্যান্ট ও জুতা উদ্ধার করা হয়েছে।
কামরুজ্জামান জানান, এরপরও কঙ্কালের ডিএনএ টেস্ট করা হবে। আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমানের মা শিউলী বেগম। তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ঘটনায় মিজানুর রহমানের মা আজ সকালে সদরপুর থানায় হত্যা মামলা করেছেন।