দুই শিশুকে ধর্ষণ, কিশোর আটক

ফরিদপুর শহরে বিস্কুট দেওয়ার কথা বলে গতকাল রোববার দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার বিকেলে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, শহরের একটি হোটেলের কর্মচারী এক কিশোর প্রতিবেশী তিন শিশুকে গতকাল রোববার বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ছাপড়া ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে দুই শিশুকে ধর্ষণ করে সে। দুই শিশুর বয়স যথাক্রমে সাত ও আট বছর।
এ সময় এক শিশু কৌশলে পালিয়ে বাড়ির লোকজনকে জানালে স্থানীয় লোকজন এসে ওই কিশোরকে আটক করে। সে সেখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে পুলিশ হেলিপ্যাড এলাকা থেকে ওই কিশোরকে আটক করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার এক শিশুর বাবা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন ০৯(০১) ধারায় মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার আটক কিশোরকে আদালতে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছে পুলিশ।