পৌর নির্বাচনে থাকছে বিএনপি, ইসিতে খালেদা জিয়ার চিঠি

দলীয় প্রতীকে প্রথমবার হতে যাওয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপির প্রার্থীরাও। এ কথা জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসি সচিবালয়ে চিঠিটি নিয়ে যান বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। তাঁদের কাছ থেকে চিঠিটি গ্রহণ করেন ইসির উপসচিব মো. শামসুল আলম।
প্রতিনিধিদলের সদস্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আসন্ন পৌর নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাজাহান। ম্যাডামের স্বাক্ষরিত চিঠিটি ২৩৬টি পৌরসভায় পাঠানো হয়েছে, তার একটি কপি নির্বাচন কমিশনেও দেওয়া হলো।
প্রতিনিধিদলের আরো ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, আসাদুল করীম শাহিন ও মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল খান।