দল ছাড়লেন পাঁচবিবি জামায়াতের আমির

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মো. তসলিম উদ্দিন দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে পাঁচবিবি থানা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী অধ্যাপক মো. তসলিম উদ্দিন বলেন, সরকারদলীয় কোনো চাপ বা হুমকির কারণে নয়, বরং নিজের শারীরিক সমস্যা ও একান্ত ব্যক্তিগত কারণে তিনি জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এখন থেকে সাংগঠনিক সব কার্যক্রম থেকেও তিনি বিরত থাকবেন।
এ সময় মো. তসলিম উদ্দিন সাংগঠানিক কাজে জামায়াতের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না করারও অনুরোধ করেন।