চলে গেলেন কবি নাজমুল হক নজীর

সত্তর দশকের কবি নাজমুল হক নজীর আর নেই। সোমবার দুপুরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
দীর্ঘদিন ধরেই কবি নাজমুল হক নজীর প্রাণঘাতী ক্যানসার রোগে ভুগছিলেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী থেকে প্রকাশিত পাক্ষিক ‘নজীর বাংলার’ প্রধান সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলার নিজ গ্রাম শিয়ালদীতে জানাজা শেষে নাজমুল হক নাজীরকে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, কবি নাজমুল হক নজীর দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। জীবদ্দশায় তাঁর লেখা ছয়টি কাব্য, দুটি ছড়াগ্রন্থ ও বোয়ালমারীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়।
মৃত্যুর কিছুদিন আগে সাংবাদিকদের কাছে নাজমুল হক নজীর ‘সুশীল সমাজ আর সুবর্ণ গ্রাম’ দেখার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।