মুজাহিদের নিজ জেলায় হরতাল পালিত হয়নি

ফরিদপুরে আজ সোমবার হরতালেও বাস চলতে দেখা গেছে। ছবি : এনটিভি
প্রয়াত যে নেতার নামে হরতাল আহ্বান সেই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে হরতাল পালন করেনি দলটি।
আজ সোমবার সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা ও ফরিদপুরের অভ্যন্তরীণ বিভিন্ন পথে ছেড়ে গেছে বাসসহ অন্যান্য পরিবহন।
এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীকে রাজপথে পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি।
মোড়ে মোড়ে পুলিশ ও আর্মড পুলিশ, টহল পুলিশ, র্যাব সদস্য ও সাদা পোশাকে পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে।