হরতালের আগের রাতে ময়মনসিংহে যুবক আটক

জামায়াতের ডাকা হরতালের আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাহবুবুর রহমান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জের পাড়াডাঙ্গি গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুবকে আটক করা হয়।
পুলিশের দাবি, মাহবুব ঈশ্বরগঞ্জের বরহিত ইউনিয়ন শিবিরের সভাপতি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান আহমেদ জানান, নাশকতা ও পুলিশি কাজে বাধাদানের অভিযোগে মাহাবুবের নামে মামলা রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে ময়মনসিংহে। সকাল থেকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরকে পিকেটিং করতে দেখা যায়নি। হরতালে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার পথে বাস চলাচল ছিল স্বাভাবিক। সময়মতো চলাচল করেছে ট্রেনও।